৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে মাস্ক না পড়ায় ৪২ হাজার টাকা অর্থদণ্ড

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :

ভোলার চরফ্যাশন উপজেলায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম, সামাজিক দূরত্ব মেনে না চলা ও মাস্ক না পরার অপরাধে ২৬ জনকে ৪২ হাজার ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরফ্যাশন বাজারে মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেছেন৷ দণ্ডিত ২৬ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারন জনতা রয়েছে৷ সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে৷

চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৬ জনকে অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে৷ আসছে শীত মৌসুমে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ তাই করোনাভাইরাস এর বিস্তার বন্ধে, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে৷

অন্যদিকে শীত মৌসুমে করোনাভাইরাস এর বিস্তার বন্ধে চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ), চিলেকোঠা, বাজার সুরক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন সচেতনতামূলক মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণ, কার্যক্রম পরিচালনা করে আসছেন৷

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ