এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : সড়ক দূর্ঘটনায় চরফ্যাশন উপজেলার শশিভূষণে মা ও শিশুর করুন মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন টু শশিভূষণ রাঢ়ী বাড়ির দরজা সংলগ্ন মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। দূর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, তানিয়া (৩০) ও মালিহা (৩)।
সূত্রে জানা যায়, দক্ষিণ চর মঙ্গল ৬নং ওয়ার্ডের বেলালের স্ত্রী তানিয়া (৩০) শিশু কন্যা মালিহাকে নিয়ে চর মঙ্গলে বাড়ির উদ্দেশ্যে বোরাকে করে যাওয়ার সময় দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানাগামী বাসের সঙ্গে রাঢ়ী বাড়ি এলাকায় দূর্ঘটনায় পতিত হয়ে মা ও শিশু নিহত হন।
তবে এঘটনায় জড়িত বোরাক ও ঘাতক বাস এখন পর্যন্ত আটক হয়নি।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহত তানিয়া ও শিশু মালিহা চলন্ত বোরাক থেকে ছিটকে পড়ে গেলে দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা হওয়া বাসটির নিচে তারা চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। লাশ উদ্ধা করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।