এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে মুখে মাস্ক না থাকায় ১৭ জনের ২২ শত টাকার অর্থদন্ড করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। গতকাল শুক্রবার বিকেলে চেয়ারম্যান বাজার সদর রোড ও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মাস্ক না থাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন সাংবাদিককে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক মুখে ব্যবহার নিশ্চিত করার জন্য আজকের এই অভিযান।
