২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নানা কর্মসূচি ঝালকাঠির ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, কারাগারে চালক পটুয়াখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশালে রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে উত্তাপ মঠবাড়িয়ার অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব : অপহরণকারী যুবক গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমতলীতে ১৩৮টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ পায়রা নদীর ভাঙ্গন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন কলাপাড়ায় জেলেদের চাল নিয়ে ইউপি মেম্বারদের চালবাজি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশকে ঘুস দিতে গিয়ে বিপাকে অটোচালক, ভিডিও ভাইরাল

চরফ্যাশন পৌর নির্বাচনঃ বিএনপি’র নির্বাচন সমন্বয় কমিটির সভা

বিশেষ প্রতিনিধি: চরফ্যাশনে পঞ্চম ধাপে অনুস্ঠিত চরফ্যাশনপৌরসভা নির্বাচনে সমন্বয় কমিটির সভায় উপস্হিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন৷সভায় ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। শনিবার (২০ফেব্রয়ারী) চরফ্যাশন থানারোড সংলগ্ন পৌরসভা ৭নং ওয়ার্ডে অবস্থীত বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির শিকদারের নির্বাচনী কার্যালয়ে সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিতহয়।চরফ্যাশন পৌর বিএনপি’র আয়োজনে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস আহমেদ। এসময় পৌর বিএনপির’র সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্টর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, রাজনীতি হচ্ছে প্রতিযোগীতার একটি মঞ্চ। যেকোন প্রতিযোগীতায় যখন ফলাফল নির্ধারিত হয়ে যায় তখন সে ফলাফল মেনে নিয়ে নতুন উদ্যমে কাজ করার নামই হচ্ছে গণতন্ত্র। চরফ্যাশন পৌরসভার সকল ভোটারদের প্রতি আমার আহবান রইলো আপনারা মা মাটি ও দেশকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাচাঁতে এবং গণতন্ত্রকে রক্ষা করতে বিএনপির মেয়র প্রার্থীকে ভোট দিন৷ পৌর নির্বাচনে দলের প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।মনে রাখবেন যতই বাঁধা আসুক নির্বাচনী মাঠ থেকে কেউ পিছু হটবেন না। উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির শিকদার বলেন দলের দূর্সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার উদাত্ত আহবান জানান৷এ সময়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যনির্বাহি সদস্য অ্যাডভোকেট এম এ এইচ হিরন, অ্যাডভোকেট হারুন অর রশিদ সহ ছাত্রদল, যুবদল শ্রমিকদলের নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ