নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের ঢালচরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ ১৭ এপ্রিল (শনিবার) সকালের দিকে কাল বৈশাখির ঝড়ের তাণ্ডব শুরু হলে নদীর উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।তবে কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। স্থানীয় জনসাধারণের চেষ্টায় ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ হাওলাদার ও মঞ্জু খন্দকার সাংবাদিককে জানান, চরফ্যাশনের কচ্ছপিয়া থেকে ঢালচর যাতায়তের এমবি শাহজালাল ট্রলারটি খাল না থাকায় নদীর কিনারে স্টাফরা নোঙর করে রাখে। সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ করে কাল বৈশাখির ঝড় শুরু হলে প্রবল স্রোত ও বাতাসের তোপের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে ঐ সময় ট্রলারটিতে কোন যাত্রী না থাকায় কেউ হতাহত বা নিখোঁজ হবার খবর পাওয়া যায় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় , স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে। তবে ট্রলারটি ডুবে যাওয়ায় স্থানীয় জনসাধারণের যাতায়তের মাধ্যম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।