২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার সদ্য ২৩ সালের অনুষ্ঠিত দাখিল(এসএসসি) পরীক্ষায় অংশ গ্রহণকারী ১১ শিক্ষার্থীর জিপিএ ৫ অর্জন সহ শতভাগ কৃতকার্য হয়ে ভোলা জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় কৃতি সংবর্ধনা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চরফ্যাসন ব্রজ গোপাল টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। মাদরাসার সভাপতি চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য বলেন।’

পরে মাদরাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ