২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

চরমোনাইতে প্রধানমন্ত্রীকে ফেসবুকে ব্যঙ্গ করায় যুবককে ধরে পুলিশে দিল জনতা

এস এন পলাশ।।
প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত ঐ যুবকের নাম মাহাবুব (১৯)। মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়, যাহা মূহুর্তেই ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
সেই ঘটনায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টার ও মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের লোকজন মাহাবুব কে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আসাদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করায় এলাকাবাসী মাহাবুবকে আটক করে থানায় খবর দিলে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি।

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের হয়েছেন বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি আরো বলেন, আমরা আটককৃত মাহাবুবকে আগামীকাল আদালতে প্রেরণ করবো।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ