নিজস্ব প্রতিবেদক : বরিশালের চরমোনাইতে সিনিয়ার- জুনিয়র কে কেন্দ্র করে মোটর সাইকেল চালক আল আমিন ফকির (৩০)কে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত দশটায় ঘরামি বাড়ির রাস্তার সামনে এই ঘটনা ঘটে। আহত আল আমিন ফকির চরমোনাই ৭ নং ওয়ার্ড বিশ্বাসের হাট গ্রামের বাসিন্দা রুস্তম আলী ফকিরের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মিজান আলামিন কে আপনি বলে সম্বোধন করতে বলে এবং আমি তোর সিনিয়র তাই সব সময় সম্মান দিয়ে কথা বলবি বলে হুমকি দেয়। কিন্তু আলামিন এবং মিজান একই বয়সের তাই আলামিন বলে আমি তোকে কেন আপনি বলে সম্বোধন করব আমরা তো একই বয়সের। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিজান ও তার সহযোগী শহীদ মিলে মারধর করে আল আমিন ফকিরকে এবং সাথে থাকা তিন হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরের স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
