৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চরমোনাইতে সৎ ভাইয়ের বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বিষপানে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: সৎ ভাইয়ের বিয়ে নিয়ে কথা কাটাকাটির জেরে বিষপান করায় নুরুল ইসলাম (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি বরিশাল সদর উপজেলার চরমেনাইর বিশ্বাসের হাট বাজারে সকলের উপস্থিতি বিষপান করেন। রোববার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়- সৎ ভাই হিরণ হাওলাদারের বিয়ে জন্য বেশকিছু দিন ধরে মেয়ে দেখছিলেন নুরুল ইসলাম। কিন্তু হিরণ শনিবার সকালে জানিয়ে দেন তিনি তার পছন্দসই মেয়েকে বিয়ে করবেন। এনিয়ে সৎ ভাইয়ের সাথে বিশ্বাসের হাট বাজারের সকলের উপস্থিতে তাদের কথা কাটাকাঠি হয়। এর একপর্যায়ে নুরুল ইসলাম সৎ ভাইয়ের ওপর ক্ষুব্ধ হয়ে বাজারেই বিষপান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে লোকজন তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

মেডিকেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ