৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চরাদীতে একজন নিঃস্বার্থ জনসেবককে জনতার ব্যতিক্রম প্রতিদান

বরিশাল বাণী: বাকেরগঞ্জের ২নং চরাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বলইকাঠী গ্রাম। এবারের ইউপি নির্বাচনে জনতা ঘটিয়েছে এক ব্যতিক্রম ঘটনা। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করলে তার মূল্যায়ন সচেতন মানুষ করেন এবারই তা প্রমান হলো।
বিগত দীর্ঘ বছর যাবৎ মানুষের সুখ দুঃখে যাথাসাধ্য পাশে ছিলেন আমজাদ হোসেন খানের ছেলে আবুল কালাম আজাদ চুন্নু।  মসজিদ মাদরাসা, মন্দির কিংবা স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বাড়িয়েছেন সাহায্যের হাত। কোন জনপ্রতিনিধি কিংবা বড় কোন নেতা না হয়েও তার করা এই সেবা অবশেষে বিফলে যায়নি।

এবারের ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডবাসী তার প্রতিদান দিয়ে মূল্যায়ন করেছেন যথেষ্ট। মেম্বার পদে ৪ জন প্রার্থীর তিনজন মিলে যে ভোট পেয়েছে তার দ্বীগুন ভোট পেয়েছেন চুন্নু খান একাই। এ বিজয় মানবতার, জনসেবার এবং ভালো কাজের। এমন মন্তব্য এলাকাবাসীর। তবে এ ছাড়াও তিনি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী এবং ঐতিহ্যবাহী বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
সকল ভেদাভেদ ভুলে ওয়ার্ডবাসীর উন্নয়ন ও কল্যাণে আরো ভুয়সী ভুমিকা রাখবেন চুন্নু খান। এমনটাই প্রত্যাশা সর্বস্তরের জনতার।

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ