এম সাইফুল ইসলাম রাজু: আগামী ২৬ ডিসেম্বর হতেযাচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। বাকেরগঞ্জের ১নং চরামদ্দি ইউনিয়ন সেই নির্বাচনী আমেজে এখন সরগরম। তবে ভোটের হিসেবের সমীকরণ যেন দিন দিন জটিল হয়ে উঠছে। এখানে নৌকা মার্কার গাওসেল আলম লাল, আনারস মার্কার সাহাবুদ্দিন খোকন এবং হাতপাখা মার্কার প্রার্থী তোফায়েল আহম্মদ সিকদার।
তফসিল ঘোষণার পর থেকে দিন যতই গড়াচ্ছে ততই চিত্র বদলে যাচ্ছে। দিনে দিনে এখন মূল আলোচনায় হাতপাখা মার্কা। কেননা বাকি দুজন প্রার্থীর রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলীয় ভোট দুটি ভাগে ভাগ হয়ে যেতে পারে। আর এর বাইরের অন্যান্য ঘরানার সকল ভোট পড়তে পারে হাতাপাখার বাক্সে। ইসলামী ভাবাপন্ন ভদ্র ও মার্জিত মানুষ তোফায়েল সিকদার। অপরদিকে ইসলামী আন্দোলন এর একটি ঘাটি চরামদ্দি। ফলে চরমোনাই পন্থী নেতাকর্মীরা মাঠে নেমেছেন আটঘাট বেঁধেই। দিনরাত সেচ্ছা শ্রমে অক্লান্ত পরিশ্রমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। আলেম ওলামারা যাচ্ছে ঘরে ঘরে। ফলে ইসলামী মনা মহিলা পুরুষরা ধীরে ধীরে ঐদিকেই ঝুঁকছেন।
ইতপূর্বে হওয়া অন্যান্য ইউনিয়ন গুলোর নির্বাচনেও ভালো অবস্থানে ছিল হাতপাখা। বরিশালের কয়েকটিতে হাতপাখা বিজয়ী হয়েছে। তাছাড়া অধিকাংশ ইউনিয়নেই সম্মানজনক ফলাফল দেখিয়েছে তারা। এবার চরামদ্দিতেও এমন চমক হতেপারে বলে মন্তব্য অনেকের।
মাঠের তথ্য উপাত্ত সহ বিস্তারিত প্রতিবেদন আসছে……