১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

চলতি বছর SIBL বেড়েছে ৪লাখ গ্রাহক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : জন্মলগ্ন থেকে সমাজ ও মানুষের কলাণে কাজ করে আসছে দেশের বেসরকারি খাতের অন্যতম আধুনিক,প্রযুক্তিনির্ভর,শরীআ’হভিত্তিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক(এসআইবিএল)। গ্রাহকের জন্য অনন্য সব পণ্য ও সেবার উদ্ভাবন করে গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলেছে প্রতিনিয়ত। ২০২৩ সালেই সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে ৪ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে।

এসআইবিএল কর্তৃপক্ষ মনে করে গ্রাহকের সঙ্গে ব্যাংকের বন্ধনকে দৃঢ করে তার পণ্য ও সেবা। তাই পণ্য ও সেবার প্রসারে ব্যাংকটি বছরব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করেছে। সকল শ্রেণী-পেশার মানুষের প্রয়োজনকে বিবেচনায় রেখে জনবান্ধব নতুন নতুন সেবাপণ্য প্রবর্তন করেছে ব্যাংকটি। ফলে বিগত বছরে এই ব্যাংকের সাথে জনসম্পৃক্ততা বেড়েছে অনেকগুণ।

সম্পূর্ণ ইসলামী শরী’আহ পরিপালন করা এই ব্যাংক ক্রমান্বয়ে সব ধর্মের মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাংকের ডিপোজিট গ্রাহক বেডেছে প্রায় ২০ শতাংশ। ২০২৩ সালে ব্যাংকের সাথে নতুন গ্রাহক যুক্ত হয়েছে ৪ লাখ। এর ফলে ব্যাংকের ডিপোজিটে যুক্ত হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা। ২০২২ এর তুলনায় ২০২৩ এ বৈদেশিক বাণিজ্য বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ব্যাংকের ডিপোজিট পজিশন স্থিতিশীল রাখতে এই ডিপোজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন গ্রাহক ও নতুন হিসাবের স্থিতির ফলে ব্যাংকে কোনো তারল্য সংকট নেই।

ইসলামী ব্যাংকিং সমগ্র মানবজাতির কল্যাণে কাজ করে। আর সেই কাজটি দক্ষতার সাথে করার মাধ্যমে গ্রাহকের জীবনকে সহজ ও সুন্দর করে মানব কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এসআইবিএল। গ্রাহকের আমানতের নিরাপত্তা দেয়া এই ব্যাংক নিজেদের দায়িত্ব বলে মনে করে।

এইব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,গত এক বছরে আমরা হকার,ড্রাইভার,রিটায়ার্ড সিটিজেন,প্রবাসী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য সঞ্চয় স্কিম দিয়েছি,যা গ্রাহকদের মাঝে ব্যাপক সাডা ফেলেছে। আমরা গ্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সেবা-পণ্য চালু করছি। ফলে প্রতিনিয়ত উল্লেখযোগ্যসংখ্যক নতুন গ্রাহক আমাদের সাথে যুক্ত হচ্ছেন।

সর্বশেষ