২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মেহেন্দিগঞ্জে ঝাল মুড়ি ব্যবসায়ীকে মারধর ।। আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাবা, হাসপাতালে চিকিৎসাধীন ছেলে রাজাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরিক্ষার্থী নিহত বরিশাল থেকে দ্বিতীয় দফায় ভারত যাচ্ছে ১০ টন ইলিশ মির্জাগঞ্জে অভিযোগের পাহাড় তবুও বহাল তবিয়তে হিসাবরক্ষক তালতলীতে বাঁশ চালান দিয়ে চোর সাব্যস্ত, কিশোরের আত্মহত্যার চেষ্টা দশমিনায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি রাঙ্গাবালীতে ব্যাগভর্তি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ আহত ৭ দেশের মানুষ আজ ভোটাধিকার ফিরিয়ে আনতে সোচ্চার হয়ে উঠেছে : শিরিন

বরিশালের চার জেলায় উদ্ধার অভিযান সামলান ৫ ডুবুরি

বরিশাল বাণী ডেক্স–

মাত্র পাঁচজন ডুবুরি দিয়ে চলছে বরিশাল নৌ ফায়ার স্টেশনের অধীনে থাকা ৪ জেলার উদ্ধার অভিযান কার্যক্রম। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশের অন্য যেকোনো বিভাগের চেয়ে নদী-খালের এই জনপদে পানিতে দুর্ঘটনার সংখ্যাও বেশি। হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৭টি নৌ-দুর্ঘটনায় ৩০ জনের প্রাণহানি হয়েছে।

কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত নৌ ফায়ার স্টেশন ঘুরে জানা যায়, বরিশাল, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি এই ৪ জেলার বিশাল জলসীমার দুর্ঘটনার কাজে উদ্ধার অভিযানে অংশ নিতে রয়েছেন মাত্র পাঁচজন ডুবুরি।

নদীপথে কর্মপরিধি বাড়লেও দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার অভিযানে পর্যাপ্ত ব্যবস্থা বাড়েনি বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের। ফলে এই জনবল দিয়ে ৪ জেলার নৌ-দুর্ঘটনায় উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।

বরিশাল নৌ ফায়ার স্টেশনের সিনিয়র ডুবুরি রাব্বি শেখ বলেন, বরিশালের ৪ জেলার বিশাল এই জলসীমার জন্য মাত্র একটি ইউনিট রয়েছে। এই ইউনিটের আওতায় ডুবুরি রয়েছেন মাত্র পাঁচজন।

অন্যান্য জেলা ও উপজেলায় সাব স্টেশন থাকলেও সেখানে ডুবুরি নেই। এই ৫ ডুবুরি দিয়ে চার জেলার প্রায় ২৫ থেকে ৩০টি সাব স্টেশনের কার্যক্রম চালাতে হয়। মাঝে মাঝে পটুয়াখালী ইউনিটে গিয়েও সহায়তা করতে হয়। যা অনেকটা কষ্টসাধ্য। মাঝে মাঝে একই সময়ে দুটি দুর্ঘটনা ঘটলে অনেক সমস্যায় পড়তে হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় পাড়া মহল্লায় পুকুরে খালে বিলে কেউ পড়ে গেলেও সেখানে ২ জনকে ছুটে যেতে হয়। সেসময় কোনো স্থানে নৌ দুর্ঘটনার ঘটনা ঘটলে তখন বাকিদের পক্ষে সামলানো সম্ভব হয় না। এক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ নদীমাতৃক এলাকায় ডুবুরির সংখ্যা বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নেই।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নদী ফায়ার স্টেশন অফিসার এনামুল হক সুমন বলেন, ৫ সদস্য নিয়ে আমাদের প্রায় পুরো বরিশাল বিভাগে উদ্ধার কাজ পরিচালনা করতে হিমশিম খেতে হয়। যখন একসঙ্গে একাধিক জেলা থেকে ডাক আসে তখন আমরা অসহায় হয়ে পড়ি। সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের জীবন বাঁচাতে ৫ ডুবুরি দিয়েই সর্বোচ্চ চেষ্টা চালাই।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ছয় জেলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে ৩৮টি। এর মধ্যে বরিশাল ও পটুয়াখালীতে রয়েছে দুটি নদী ফায়ার স্টেশন। এই দুটি স্টেশনের আওতায় রয়েছেন মাত্র সাতজন ডুবুরি। এছাড়া বিভাগের অন্য কোনো স্টেশনে ডুবুরি নেই।

অথচ ফায়ার সার্ভিসের চাহিদা অনুসারে উপকূলীয়, দ্বীপ উপজেলা এবং আয়তন বিবেচনা করে কমপক্ষে ১০টি নদী স্টেশন দরকার এই বিভাগে। এর মধ্যে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ, পটুয়াখালী জেলার রাঙ্গাবালি এবং ভোলা জেলা পুরোপুরি নদীবেষ্টিত হওয়ায় এসব স্থানে পর্যাপ্ত ডুবুরি, সরঞ্জাম ও যানবাহন পূর্ণ সক্ষমতাসম্পন্ন নদী স্টেশন স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল বিভাগের সহকারী পরিচালক মো. বেল্লাল উদ্দিন বলেন, নদী স্টেশনকে আরও শক্তিশালী করতে জনবলসহ বিভিন্ন আধুনিক সরঞ্জামের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি এগুলোও দ্রুত পাবো। চাহিদা অনুসারে লোকবল ও সরঞ্জাম এলে মানুষের বিপদে, উদ্ধার অভিযানে আরও বেশি সফলতা অর্জন করতে পারবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

সূত্র০  জাগো নিউজ

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ