৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

চার নাটক নিয়ে সাবরিহা ইসলাম সুপ্তি

এ আল মামুন, বিনোদন প্রতিবেদক : নির্মাতা সাবরিহা ইসলাম সুপ্তি। আসছে ঈদের জন্য সিডি চয়েস ব্যানেরে নির্মাণ করেছেন চারটি নাটক। নাটকগুলো হলো- রুহুল আমিন পথিকের রচনায় ‘দুবাই জামাই’, ‘ফোর জি বউ’, ‘বড় লোকের জামাই’ ও ‘গৃহ পালিত ঘর জামাই’। নাটকগুলোতে যথাক্রমে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, নুসরাত জাহান পাপিয়া, সোহেল খান, শামীম আহমেদ, আমিন আজাদ ও সূচনা শিকদার। জামিল হোসেন, মানসী প্রকৃতি, শফিক খান, নিলা ইসলাম। জামিল, রিমি করিম, সোহেল খান, নিলা ইসলাম, ও হাসিমুন। সিদ্দিকুর রহমান, মানসী প্রকৃতি, দিলু, শফিক খান, আমিন আজাদ, সূচনা শিকদার সহ আরো অনেকে।

নির্মাতা সাবরিহা ইসলাম সুপ্তি বলেন, ভিন্ন ঘরোনার গল্প নিয়ে আসছে ঈদের জন্য চারটি নাটক নির্মাণ করেছি। নাটক চারটিতে বিনোদনের পাশাপাশি বার্তা দেওয়ারও চেষ্টা করেছি। আশা করছি নাটকগুলো দর্শক পছন্দ করবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ