কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাবেক টানা দুই বারের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানা শুক্রবার ৯ টা ২৫ মিনিটের দিকে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক (৪৫) বছর। তিনি কিছু দিন ধরে জ্বর ও ঠান্ডা জনিত কারনে ভুগছিলেন, অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় তাকে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে কলাপাড়া উপজেলার সর্বস্তরের মানুষ দুঃখ প্রকাশ করেন। তিনি অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও স্ত্রী পরিজন এবং একটি ছেলে ও একটি মেয়ে রেখে না ফেরার দেশে চলে যান। তেগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা নামাজ সম্পন্ন হলে পারিবারিক কবরস্থানে দাফনসম্পন্ন করা হবে।
