এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জেলায় মারাত্মক আকার ধারণ করছে করোনা নামক প্রাণঘাতী ভাইরাস। সোমবার রাতে (২০ জুলাই) জেলাটিতে নতুনকরে ৪৬জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। একইসাথে দু’জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগেরদিন রবিবারে সর্বোচ্চ ৩১জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছিলো।
কুষ্টিয়া পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য থেকে নতুন ৪৬জন আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক।
এই নিয়ে চুয়াডাঙ্গা জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪৬জনে। মৃতের সংখ্যা ৪, মোট সুস্থের সংখ্যা ২৩৮।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২৯জন, আলমডাঙ্গা উপজেলার ৯জন, দামুড়হুদা উপজেলার ৫জন এবং জীবননগর উপজেলার ৩জন রয়েছেন।
বর্তমানে হোম আইসোলেশনে ১৬২জন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ৩৮জন চিকিৎসাধীন রয়েছেন।
তবে স্বাস্থ্যবিধি না মানার কারণেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতনমহলের লোকজন।