এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শ্রীরামপুর গ্রামে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের পানিতে ডুবে শাহার আলী নামের ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার সময় উপজেলার হাসাদাহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহার আলী শ্রীরামপুর গ্রামের মনির হোসেন ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে পরিবারের লোকজন সবাই কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের ধারে খেলা করতে যেয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরিবারের লোকজন শিশুটিকে দীর্ঘ সময় ধরে দেখতে না পেয়ে বিভিন্ন দিকে খুঁজতে শুরু করে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়না। বিকালে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পায় তার মামা। পরবর্তীতে পরিবারের লোকজন পানিতে নেমে লাশটি উদ্ধার করে। নিহত শিশুটি শ্রীরামপুর গ্রামে তার নানার বাড়িতে, বাবা ও মায়ের সাথে থাকতো। শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। একমাত্র সন্তান হওয়ায় শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুুুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।