২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ মোঃ সাইদুল রহমান (২৬) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। রবিবার (৩রা অক্টোবর) রাতে উপজেলার কার্পাসডাঙ্গা বাজার হতে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল রহমান দামুড়হুদা থানাধীন হুদাপাড়া গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে। সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি কার্পাসডাঙ্গা বাজারস্থ মুজিবনগর সড়কের কবরস্থানে মোড়ে হোটেল সোনার বাংলার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ সাইদুল রহমান নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ১৯৫ বোতল ফেন্সিডিল, ২টি সীমকার্ড ও ১টি মোবাইল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ