১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গাঁজা গাছসহ গ্রেফতার-১

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় গাঁজা গাছসহ র‌্যাবের হাতে শুকুর আলী (৫০) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। বৃহস্পতিবার (২৭শে মে) বেলা আনুমানিক পৌনে ৪টার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সদর উপজেলার দশমী গ্রামের মৃত অরেশ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে দশমী গ্রামস্থ পান বরজের ভেতর থেকে আনুমানিক ৫ কেজি ওজনের ১২ ফুট উচ্চতার ১টি গাঁজাসহ এক আসামিকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র‌্যাব-৬ এর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ