৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ছাত্রলীগের ভুয়া কমিটি ফেইসবুকে ভাইরাল

মোঃ গোলাম সরোয়ার মনজু

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ছাত্রলীগের উপজেলা কমিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাদের স্বাক্ষর জাল করে ওই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাল স্বাক্ষরের ওই কপিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে ওই কপিটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

ওই কপিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার ও ওমর ফারুক ভুইয়া’র স্বাক্ষর হুবহু রয়েছে। তবে জেলার নেতারা বলছেন, স্বাক্ষর জালের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। স্বাক্ষর জাল করে ঘোষণা করা ২ সদস্যের এই কমিটিতে খাইরুল আলম শাহিনকে সভাপতি ও ইমরান হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগ এর সভাপতি হাসান সিকদার বলেন, এগুলো ভুয়া এবং যারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করতে পারলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জুয়েল সিকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা এমন কাজ করছে তা আমি বলতে পারিনা তবে চিহ্নিত করতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশি ইমরান হাওলাদার বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল বিভিন্ন সময় বিভিন্নভাবে অপপ্রচার চালায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তদন্ত পূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।

উল্লেখ্য, ২০১৭ সালে এক বছর মেয়াদী মির্জাগঞ্জের ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি এখনও গঠন করা হয়নি। এই সুযোগে একটি চক্র ভুয়া কমিটি গঠন করে তা ফেইসবুকে ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ