৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ করোনায় আক্রান্ত

ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ করোনাভাইরাসে আক্রান্ত। তার শারীরিক অবস্থা ভালো। তিনি রাজধানীর পরীবাগের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।সাইফুর রহমান সোহাগ সোমবার দুপুরে টেলিফোনে যুগান্তরকে বলেন, শরীরে উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্ট করিয়েছি। এতে করোনা পজিটিভ রেজাল্ট আসে। এর পর থেকে বাসায়ই আছি।

সোহাগ সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমি শারীরিকভাবে ফিট আছি। সবাই দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি।

এর আগে রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সোহাগের করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি জানান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি লেখেন– পুরো রমজান মাসজুড়ে অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ, নিজ এলাকা ও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ এবং সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়িয়ে আজ নিজেই অসুস্থ সাইফুর রহমান সোহাগ। তার দ্রুত সুস্থতা কামনা করি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ