৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

ছারছীনা মাদ্রাসার কামিল ৮১তম ব্যাচের সবক প্রদান অনুষ্ঠিত

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান : বাংলাদেশের সর্বপ্রথম কামিল মাদ্রাসা পিরেজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে অবস্থিত ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার কামিল হাদীস, তাফসীর ও ফিকাহ গ্রুপের ৮১তম ব্যাচের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদ জোহর ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওঃ সৈয়দ মুহাঃ শরাফত আলীর সভাপতিত্বে মাদ্রাসা মসজিদে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার রঈস আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

সবক প্রদান শেষে নসীহত করতে গিয়ে প্রধান অতিথি বলেন- কামিল জামায়াত ইসলামি শিক্ষার সর্বোচ্চ স্তর। এখানে নিয়মিত পাঠদান গ্রহণ করার মাধ্যমে একজন ছাত্র নিজেকে ইলেমে ও আমলে পারদর্শি করে তুলতে পারে। ছারছীনা দরবার শরীফে একটি বাড়তি সুযোগ এই যে, এখানকার ছাত্রগণ হযরত পীর ছাহেব কেবলার ছোহবত নিয়ে নিজেকে কামেল অলী হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।

তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন- ইখলাছের সাথে আমলের উদ্দেশ্যে ইলেম চর্চা অব্যহত রাখবেন। মুতায়ালার মাধ্যমে ইলেমের চর্চা অব্যহত থাকে। অনেক মেধাবী ছাত্র মুতায়ালা না করার কারণে ইলেম ভুলে যায়। তাই এই বিষয়ে সকলে সাবধান থাকবেন।

অনুষ্ঠানে ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসা ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ