২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

ছুটিতে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ঢল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :: মহান শহীদ দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের ছুটিতে কুয়াকাটা সমুদ্রসৈকত এখন লোকে লোকারণ্য। ফুল বুকিং হয়ে আছে ১৫০টি আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট। আশপাশের বাসাবাড়িতেও উঠছেন পর্যটকরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টাতেও দীর্ঘ লাইন দেখা যায় লেবুখালী ফেরিঘাটে। শত শত পরিবহন বাস ও প্রাইভেট কার অপেক্ষায় আছে কুয়াকাটায় আসার জন্য। ট্যুরিস্ট পুলিশের পুরো দল অক্লান্ত পরিশ্রম করছে পর্যটকদের সেবা নিশ্চিত করার জন্য।

পর্যটন হলিডে হোমস ব্যবস্থাপক সুভাস নন্দি বলেন, টানা তিনদিন আমাদের বুকিং রয়েছে। প্রচুর ট্যুরিস্ট এসেছে।

ইলিশ পার্ক ইকো রিসোর্টের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ওয়াদুদ সজিব বলেন, ‘এক সপ্তাহ আগেই আমাদের সবগুলো কটেজ বুক হয়ে আছে। তারপরও আমরা চেষ্টা করছি গার্ডেনে তাবুতে কিছু অতিথিকে রাখার জন্য’।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু জানান, এই সপ্তাহে কুয়াকাটায় আবাসিক ধারন ক্ষমতার বেশি পর্যটক আসায় অনেকটা হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পর্যটকদের সেবা নিশ্চিত করার জন্য।

ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন সাংবাদিকদের জানান, নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার জন্য আমাদের পুরো দল কাজ করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ