২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনগণের আকাঙ্খা অনুসারে স্বৈরাচারের পতন হয়েছে : অধ্যাপক ড. সলিমুল্লাহ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, দেশের জনগণের আকাঙ্খা অনুসারে স্বৈরাচারের পতন হয়েছে। জান-রক্ত দিতে হয়েছে। স্বৈরাচারের উদ্ভব ঠেকাতে ভবিষ্যতের জন্য আবার আমাদের জান-রক্ত দিতে হবে কিনা তা পরিষ্কার না। ফের স্বৈরাচারের উদ্ভব হবে যদি শিক্ষাক্ষেত্রে সংস্কার না করেন।

শুক্রবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থান ও গণআকাঙ্খার প্রেক্ষিতে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, মেধার প্রশ্ন না তুলে জাতি, ধর্ম, বর্ণ নিবির্শেষে সব ছেলে-মেয়েকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বুনিয়াদি শিক্ষা নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজ, ছাত্র-শিক্ষক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহী করতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। তাহলে আমরা এমন এক নতুন প্রজন্ম পাবো, তারা দেশের জন্য উন্নত জনশক্তি-মেধাশক্তির একটা শর্ত পূরণ করবে।

তিনি বলেন, বিপ্লবের ইতিহাস দেখবেন, বিপ্লব নিজেই নিজের ছেলেদের খেয়ে ফেলে। যারা আন্দোলনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিলেন এখন তারা নিজেদের মধ্যেই মারামারি করে। আমরা নানাদিক থেকে দাবি উত্থাপন করেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সভা-সমিতি করার অধিকার ছাড়া কোন পদক্ষেপ নেয়নি। বাস্তবক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কোন সংস্কার করার বিষয়ে হাতই দেয়নি। একই অবস্থা আমাদের স্বাস্থ্যক্ষেত্রের বিষয়েও প্রযোজ্য।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। মূল উৎপাদন শক্তি বিদ্যুৎ, যা না থাকলে কারখানা চলে না। বিদ্যুতের ক্ষেত্রে অনিয়ম দেখা যাচ্ছে, আমরা যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন কাজে আসছে না। ভারত, রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে তা কোন কাজে আসছে না। ভারতের সঙ্গে চুক্তি হয়েছে স্বাধীনতা বিরোধী। অথচ আমাদের কলকারাখানা, ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত না রাখলে উৎপাদন হচ্ছে না। গত ১৫-১৬ বছরে ব্যাপক হারে দেশের সম্পদ আত্মসাত-বিদেশে পাচার হয়েছে। এখন এই সরকারের উচিত সেই টাকা দেশে ফেরত আনা, যাদের কাছে জমা তা বাজেয়াপ্ত করা। কিন্তু সরকার একজনের টাকাও বাজেয়াপ্ত বা বিদেশ থেকে আনেনি। এদিকে শ্রমিকদের বেতন দিচ্ছে না, বন্ধ হচ্ছে কারাখানা সেদিকে সরকারের পদক্ষেপ নেই।

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, এই আন্দোলন আমাদের নতুন কথা উত্থাপন করার অবকাশ দিয়েছে। এর মধ্যে অভ্যুত্থানের আপাতত স্বার্থকতা। অভ্যুত্থানের সামনে অজস্র বিবাদ বিরাজমান। অনেকেই বিপদগামী হতে চাচ্ছেন। নৈরাজ্য তৈরি করলে হবে না, আমাদের গভীর ধৈর্য্যরে সাথে এ অগ্নিপরীক্ষায় পার হতে হবে। কোন মায়া বা মোহ ৭২ এর সংবিধানের জন্য রাখা যাবে না। ১৯৭১ কি ২০২৪ এর বিরুদ্ধে দাড়াচ্ছে? মুক্তিযুদ্ধের স্মৃতি কি বিলুপ্ত হবে? তাদের আমি সবিনয় জিজ্ঞেস করি ১৯৭১ এর ব্যবসা যারা করেছিলেন, তারা কি ১৯৪৭ কে কখনো ক্রিয়া সাধন করেছেন? ইতিহাসের ৫৩ বছরে ১৯৪৭ নিয়ে সরকারিভাবে কোন অনুষ্ঠান হয়নি। তারা নিজেরা যেহেতু ৪৭ এর অবলুপ্ত করে দিয়েছে, এর দায়দায়িত্ব আমাদের নিতে হবে। এজন্য তারা মনে করছে ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থান ১৯৭১ এর সব স্মৃতিকে মুছে দেবে। এ ধরণের কাজ করার লোকের অভাব নেই, সেইজন্য আমরা ২০২৪ কে ভুলে যেতে পারিনা।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, ববির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রায়, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হক নিশান, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, অ্যাডভোকেট তপংকর চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার প্রমুখ। সভা সঞ্চালনা করেছেন জেলা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক হুজাইফা রহমান।

সর্বশেষ