২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জনপ্রতিনিধিরা নিস্ক্রিয়ঃ রাস্তা মেরামতে নেমেছে স্থানীয়রা

রাসেল কবির : বরিশালের কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইটের রাস্তা মেরামত করছে স্থাণীয় যুককরা মিলে সেই ছবি ফেইস বুকে ভাইরাল। ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই মন্ত্যব করছে কাজীরহাটে উন্নয়ন নেই। লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের কাছে একাধিক বার বলার পরও রাস্তাটি মোরামত করতে ব্যর্থ হওয়ার পর যুবকরা মিলে মেরামত করছে ফেইস বুকে স্ট্রার্টাজ মন্ত্যব কলমে পাওয়া গেছে। রাস্তা করুন দশা এমন দৃশ্য গাবতলী বাজার সন্নিকটে কাদিরাবাদ গ্রামে অবস্থিত। রাস্তাটি গাবতলী হয়ে হুরারহাট বাজার অতিক্রম করলেও বিভিন্ন স্থানে রাস্তার পথিমধ্যে ইট নেই। এতে সকল ধরনের যানবহন চলতে ব্যঘাত ঘটলেও প্রায় ঘটছে র্দূঘটনা। স্থাণীয় যুবকরা সাধারন জনগনের কথা ভেবে নিজ মহতি উদ্দ্যেগে মেরামত করছে। স্থাণীয়দের অভিযোগ রয়েছে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী গনেরা ভোট চাইতে আসলে উন্নয়নের হিসাব নিকাশ নিয়ে দর কষাকষি ও করবেন বলে জানায়। লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের মোবাইল ফোনে একাধিক বার ফোন করলে ও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ