মুহাম্মাদ আবু মুসা:
করোনা ভাইরাস বিষয়ে জনসাধারণকে সচেতন ও লকডাউন কঠোরভাবে পালন এবং সফল করতে বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মোছাঃ রওনক জাহান প্রতিদিনই সেনা সদস্য, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজার, বন্দর ও জনসমগম হয় এমন এলাকা গুলোতে গিয়ে জনসাধারণকে সচেতন করে যাচ্ছেন। আবার কিছু এলাকাতে আইন প্রয়োগ করে জরিমানা আদায়ের অর্থ সরকারের কোষাগারে জমা করছেন। উদ্দ্যেশ আইন প্রয়োগ করে জরিমানা আদায় করা নয়। জনসাধারণকে সচেতন ও লকডাউন কঠোরভাবে পালন এবং সফল করায় মুল কারন। এর ধারা বাহিকতায় গতকাল বুধবার তিনি (রওনক) উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীর হাটসহ আরো কয়েকটি স্থানে গিয়ে জনসাধারণকে সচেতন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মোছাঃ রওনক জাহান এর সাথে কথা বললে তিনি জানান, দেশে করোনা ভাইরাস বেড়েই চলছে, তাই আইন প্রয়োগ করে নয়, বা শুধু সরকারী কর্মকর্তারা নয়, প্রতিটি মানুষের আরো সচেতন হতে হবে।
