_________________মোহাম্মদ এমরান
খরা নদীর পারে বসে
জাইলার ছেলে,
পায় যদি মাছ ক’টা
ভরে নেবে থলে।
জোয়ার অাসিবার অাগে
জাল পাততে হবে,
খরা নদী ভরা হলে
জাল তুলবে তবে।
পড়াশোনা করা তার
বড় বেশি শখ,
কামাই রোজগার নাই
বাবা করে বক বক।
দু’বেলা জাল পেতে
পায় যদি কিছু মাছ,
হাটে বেঁচে হবে জোগাড়
টাকা শ’পাঁচ।
জাইলার ছেলে বলে
নেই থাকতে অাশ,
খরা নদীর পাড়ে বসে
জাইলার ছেলের দীর্ঘশ্বাস।
=========\\\\\========
