সোহাগ মাহামুদ সৈকত মনপুরা প্রতিনিধিঃ
আজ ভোলার মনপুরা জাগ্রত ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার মানুষের হাতে তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় মনপুরা উপজেলা সদর হাজীর হাট বাজারসহ বিভিন্ন বাজারে মনপুরা জাগ্রত ফাউন্ডেশন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
“জাগ্রত মনপুরা” ফাউন্ডেশনের প্রথম ধাপে এক হাজার মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংগঠনের আহবায়ক মোঃ রাকিব হাসান।
উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সভাপতি মাহবুবুল আলম শাহীন, মাইটিভি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলাল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন ও “জাগ্রত মনপুরা” সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।