৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাপার সাবেক মহাসচিবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অস্বীকার করে কুয়াকাটায় সংবাদ সম্মেলন।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুয়াকাটা প্রতিনিধি 

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এ.বি.এম. রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অস্বীকার করে কুয়াকাটায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ 

আজ  দুপুরে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে মোঃ ফারুক হোসেন এবিএম রুহুল আমিন হাওলাদার এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্য বলেন,  কুয়াকাটা নিবাসী মোঃ ওসমান গনি শেখ, সোবাহান শেখ,  দোজাহান শেখ, নুরুল ইসলাম শেখ গত ০৯ নভেম্বর  কুয়াকাটা প্রেসক্লাবে উপস্থিত হইয়া এ.বি.এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে  কুয়াকাটার ব্যবসার সুনাম নষ্ট করার লক্ষ্যে ঈর্ষান্বিত হয়ে সংবাদ সম্মেলন করেন।  উক্ত সংবাদ সম্মেলনের যাবতীয় তথ্য মিথ্যা,  উদ্দেশ্যপ্রণোদি।  প্রকৃত বিষয় হলো এই যে, সংবাদ সম্মেলন কারী ওসমান গণী শেখ তাহার কুয়াকাটাস্থ ভূমি বিক্রি করার প্রস্তাব করিলে তাহাতে রুহুল আমিন হাওলাদার রাজি ও সম্মত হইয়া গত ইং ০৫/০৭/২০০৬ তারিখে খেপুপাড়া এস. আর সম্পাদিত ও রেজিকৃত ৩০২৪ নং  একখানা বায়না দলিল মূলে ০.১২৫০ একর ভূমির দখল বুঝাইয়া দিয়া বায়নাপত্রদলিল খানা সম্পাদন রেজিস্ট্রি করিয়ে দেন এবং পরবর্তী ৬ মাসের মধ্য সাব কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি না দিয়া তাল বাহানা করিয়া আসিতে থাকিলে কোনো উপায়ান্ত না পাইয়া উক্ত  রুহুল আমিন হাওলাদার এর বায়নার শর্ত মোতাবেক ওসমান গনীর বিক্রি পাওনা টাকা দেশের প্রচলিত আদালতে ১২৬/২০১১ নং চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করেন। যাহা চলমান আছে।

ওসমান গনীর অভিযোগ সম্পূর্ণ  মিথ্যা উল্লেখ করে তিনি আরো বলেন, উল্লেখিত শেখ পরিবারের লোকজন এবিএম রুহুল আমিন হাওলাদারের খরিদা ভূমি হইতে তাহাকে বে-দখল করিতে পারে। উল্লেখিত ব্যক্তিগন আইন কানুন শালিস ব্যবস্থা কিছুই মানে না। আমি আরো আশংকা করিতেছি যে কুয়াকাটা পর্যটন নগরী  ইতিমধ্যে সারাদেশের লোকজনের নিকট ব্যাপক পরিচিতি লাভ করিয়াছে। কিন্তু এভাবে ষড়যন্ত্র করিতে থাকিলে অত্র কুয়াকাটায় দেশ-বিদেশি লোকজন বিনিয়োগ করিতে ভয় পাইবে। যাহার ফলে এলাকার ব্যাপক লোকজন তাহাদের কর্মসংস্থান হারাইবে।

###

সর্বশেষ