২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

ডেক্স নিউজ—

গাজীপুর সিটি কর্পোরেশেনের সদ্য বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার মহানগরীর নলজানী এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ (চেয়ারম্যান, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ) বাদী হয়ে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন।

গাজীপুর জজকোর্টের আইনজীবী মো. নুর নবী সরদার রবিবার বিকেলে বাদীর পক্ষে ওই আদালতে মামলাটি রজু করেন।

আইনজীবী মো. নুর নবী সরদার জানান, আদালতের বিচারক রবিবার মামলাটি আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন-গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হওয়া সত্ত্বেও জাহাঙ্গীর আলম আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে গত ১৩ নভেম্বর বিকেলে কটুক্তি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুন্ন হয়। বাঙালি জাতির অপমান সহ্য করতে না পেরে সম্মানহানি হিসেবে ১০০ কোটি টাকার এ সম্মানহানির মামলা দায়ের করেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ