ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।
ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ৮ সেপ্টেম্বর মাগরিব বাদ ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোশারেফ হোসেন দুলাল, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ চৌধুরী ,জেলা ইট ভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ খোকন গোলদার, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর খান , ভোলা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লা, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মোল্লা, মরহুম জাহাঙ্গীর আলম মিয়ার পুত্র মোহাম্মদ জাবেদ, মো: জাহিদ সহ ইটভাটা মালিক সমিতির সদস্যবৃন্দ।
উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন