২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

`জীবন এক সুখ দুখের ডালা’ —-মাসুম বিল্লাহ্

জীবন এক সুখ দুখের ডালা

—-মাসুম বিল্লাহ্

সেই যে কবে হয়েছিল দেখা, মজেছিলেম আমি তোমাতে,
একটু একটু করে কখন যে তুমি হয়ে গেলে মোর প্রিয়তমাতে৷
কথা দিয়েছিলেম অন্তর থেকে কেউ পারেনি তা ভাঙাতে,
তুমিতো নির্ভয়ে ছুটে এসেছিলে আমারি ঘর রাঙাতে৷
তুমি তো তখন দূরে ছিলে, তবুও ভুলিনি অবহেলাতে,
শত ভয়ভীতি লোভ লালসা, পারেনি আমায় টলাতে৷
চিঠিতে চিঠিতে ভাব বিনিময় হয়েছিল তোমারি সনেতে,
ব্যাকুলতা ভরা সেই প্রহর গুলো এখনো পরে মনেতে৷
একাকী যখন দ্বিচক্রযানে, আসিতে তুমি ধ্যানেতে,
তুমি বিনে আমি বিষন্নতা ভরা ছিলনা সুখ প্রাণেতে৷
এক ঝরঝরে বরষায় পূর্ণিমা হয়ে তুমি এলে মোর ঘরেতে,
সেই থেকে দুটি প্রাণ একসাথে, রয়েছি জীবনের পরতে পরতে৷
কত যে মান অভিমান হাসি কান্না ছিল এইনা প্রেমেতে,
খুনসুটি আর ভালবাসা,বাঁধা ছিল এক ফ্রেমেতে৷
আঁধার বিনে আলোর উপকারীতা পারা যায় কি চিনিতে?
আজি ঊনিশটি বছর কেঁটে গেলো হায় প্রেম বুনিতে বুনিতে৷
দুইজনা এখন চারজনা হয়ে জমেছে মোর ঝুলিতে৷,
জীবন এক সুখ দুখের ডালা, কখনো পড়িনা যেন চোরাবালিতে৷
ভালবাসা হলো আপেক্ষিক, কখনো যেওনা তারে মাপিতে,
বাকি দিনগুলো যেন যায় কেঁটে যায় সুখের জীবন যাপিতে৷

29/11/2020

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ