৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

জেনে রাখা ভালো- বীমা পলিসি তামাদি হয় কেন ?

বরিশাল বাণী: যে কোনো প্রতিস্ঠানের সুনাম দুর্নাম নির্ভর করে উক্ত প্রতিস্ঠানের দক্ষ অদক্ষ কর্মী বাহিনীর উপর। কারন—– কোনো প্রতিস্ঠানের কর্তৃপক্ষ চান না তার প্রতিস্ঠানকে মানুষ খারাপ বলুক। তথাপি কর্মীদের কর্মফল তাদেরকে বা প্রতিস্ঠানকে ভোগ করতে হয়।সেমতে বীমা প্রতিস্ঠানেরও রয়েছে অসংখ্য ভাল দিক।কিন্তু এই ভাল দিকগুলো ম্লান হয়ে যায় কতিপয় অসাধু কর্মকর্তার দুস্কর্মের কারনে।তন্মদ্যে অন্যতম হলো বিক্রিত পলিসি তামাদি হওয়া।কারন পলিসি তামাদির কারনে গ্রাহক তার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হন অার এর কুফল ছড়িয়ে পরে সর্বস্তরে।পলিসি তামাদি হওয়ার অনেক কারন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো————

০১. নিয়মিত পলিসির প্রিমিয়াম (কিস্তি) জমা না দেওয়া।

০২. না বুঝে শুধুমাত্র সম্পর্কের খাতিরে অাবেগতাড়িত হয়ে পলিসি করা।

০৩. ঝুঁকিপূর্ণ বাহকের মাধ্যমে পলিসির প্রিমিয়াম (কিস্তি) জমা করা।

০৪. গ্রাহকের সক্ষমতার চাইতে কম বা বেশি অংকের পলিসি করা।

০৫. গ্রাহক কে অতিরিক্ত লাভ বুঝানো, একইসাথে কর্মীর সুযোগ সুবিধা বুঝানো।

০৬. শুধুমাত্র লাভের জন্য বীমা করানো, ঝুঁকির বিষয়টি বিবেচনায় না রাখা।

০৭. বীমা কোম্পানীর সার্বিক বিষয় সম্পর্কে গ্রাহককে সঠিক তথ্য না দেয়া।

০৮. গ্রাহকের সক্ষমতা না থাকা সত্বেয় একাধিক পলিসি করানো।

০৯. প্রথম প্রিমিয়াম (কিস্তি) জমার পরে গ্রাহকের সাথে সংযোগ না রাখা।

১০. গ্রাহক থেকে নবায়ন প্রিমিয়াম এনে প্রথম প্রিমিয়াম হিসাবে জমা করা, ইত্যাদি।

অতএব, পলিসি বিক্রিতে ও এর তত্বাবধানে কর্মকর্তাগন যত সচেতন হবেন পলিসির তামাদি সংখ্যা ততো কমে অাসবে।পলিসির তামাদি সংখ্যা যতো কমে অাসবে বীমা শিল্পের ভাবমূর্তি ততো উজ্জল হবে।বীমা শিল্পের ভাবমূর্তি যতো উজ্জল হবে বীমা কর্মকর্তাদের মর্যাদা ততো বাড়বে।অাশাকরি সংশ্লিষ্ট সকলেই সচেতনতার সাথে সুচারুভাবে সম্মানের সহিত কার্যক্রম পরিচালনা করবো, ইনশয়াল্লাহ।

লেখক: মোহাম্মদ এমরান

ডিভিশনাল ইনচার্জ

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ

বরিশাল ডিভিশন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ