২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জেলা ছাত্রদলের সভাপতি সবুজ পিস্তলসহ গ্রেফতার !

সেলিম শিকদার:  নাশকতা, বিষ্ফোরকসহ একাধিক মামলার আসামী জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি৷

গত(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউপির মুলিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুনায়েদ আহম্মেদ সবুজ (৩৪) সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার মিলন মোড় এলাকার মোঃ শাহজাহান আলীর ছেলে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি।

সিরাজগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই মেহেদী হাসান এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সদের
সহায়তায় জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গত (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ থানাধীন মুলিবাড়ী হতে মোঃ জুনায়েদ হোসেন সবুজ (৩৪) কে ০১ টি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি সহ আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে সিরাজগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ