২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জেলে নৌকায় আগুনে দগ্ধ সেই কিশোর জেলের মৃত্যু

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
অবশেষে ভোলার মনপুরায় জেলে নৌকায় আগুনে দগ্ধ সেই কিশোর জেলের মৃত্যু হয়েছে। মাছধরা নৌকায় ভাত রান্নার সময় গ্যাসের চুলার আগুনে মোঃ ফুয়াদ (১৪) নামের ওই কিশোর পুড়ে দগ্ধ হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে ওই কিশোর শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিৎ করেছেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদ আহমেদ।শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মনপুরায় এনে তাকে পারিবারিকভাবে দাফন করা করা হয়।

নিহত কিশোর জেলে মোঃ ফুয়াদ (১৪) উপজেলার হাজীর হাট ইউনিয়নের সোনার চর গ্রামের বাসিন্দা মোঃ মোছলে উদ্দিনের ছেলে। সে ওই জেলে নৌকায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলো।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় রিয়াজ মাঝীর নৌকায় মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এতে কিশোর জেলের শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদ আহমেদ জানান, কিশোর জেলে মৃত্যুর খবর জেনেছি। অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ