৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

ঝালকাঠিতে আটো চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার তারুলী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আটো চালক লুৎফর রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী গোলাম মোস্তফা ও আঃ হাই হাওলাদারদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২২ ডিসেম্বর বিরোধীয় জমির ওপর দিয়ে নিহতের পরিবারের যাতায়াতের রাস্তা পতিপক্ষ জোর পূূর্বক বন্ধ করে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে প্রতিপক্ষে গোলাম মোস্তফা, আঃ হাই হাওলাদার, আঃ লতিফ হাওলাদরসহ কয়েকজন মিলে স্ত্রী, পুত্র সহ তাকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করার পরে সেখানেও হামলা চালায় তারা। গত সোমবার আশংকা জনক অবস্থায় বরিশাল হাসপাতালে নেয়া হলে আজ মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে তারা জানান।

এলাকাবাসি জানান, নিহত লুৎফর রহমান অটোরিক্সা চালিয়ে অতি কষ্টে এক ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অপর ছেলেকে বরিশাল সরকারি কলেজে পড়াতেন। তাকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

ঝালকাঠি থানায় ওসি খলিলুর রহমান জানান, ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ