নিজস্ব প্রতিবেদকঃ
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ এর মামলায় এজাহার ভুক্ত আসামি এনামুল হক জহিরুলকে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ। গতকাল দুপুরে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল গ্রাম হতে এনামুলকে আটক করেছে বলে জানায় ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ। অপরদিকে এনামুলের আটকের খবরে স্বস্তি ফিরে এসেছে গোটা এলাকাজুড়ে। আ’লীগের দাপট দেখিয়ে অন্যের গাছ কেটে নেয়া, জমি দখল,সংখ্যা লঘুদের উপর নির্যাতন ছিলো জহিরুলের নিত্যদিনের কর্ম।ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরে টিউবওয়েল দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছে জহিরুল। বহুবার নারী কেলেংকারীতে জনতার হাতে আটক হয়েছে জহিরুল। স্থানীয় সুত্রে জানাযায়, গত দুই বছর পূর্বহতে এক পুলিশ সদস্যের স্ত্রী কে জিম্মি করে তার বানারিপাড়া বন্দরের ব্যবসায়ী প্রতিস্ঠান হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে জহিরুল।
