ঝালকাঠি প্রতিনিধি :: নিখোঁজের চার দিন পরে ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া খাল থেকে আলমতাজ নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৫ এপ্রিল) বিকালে স্থানীয় সেন্টারের হাট নামক স্থানে তালগাছিয়া খালের থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
আলতাজ কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের কালাম হাওলাদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়- আলমতাজ একজন মানুসিক রোগী। গত শুক্রবার সকালে সে বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। আজ সোমবার বিকালে তালগাছিয়া খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয় থানায় খভর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।