নিজস্ব প্রতিবেদক ॥
ঝালকাঠিরর গাভারাম চন্দ্রপুর ইউনিয়নে দুই সন্তানের জননীর সাথে অনৈতিক কর্ম করতে গিয়ে ২নং বেরমহল ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক জহিরুল হাওলাদার (৪০) স্থানীয়দের হাতে ধরা পড়ে গনধোলাইয়ের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত গভীর রাতে (রাত ১টার দিকে) স্থানীয় জনতা ইউপি সদস্য মোঃ এনামুল কে গনধোলাই দিয়ে আটকে রাখার খবরে ইউপি চেয়ারম্যান মাসুম সেরওয়ানী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ‘বিচার করার আশ্বাস দিয়ে শান্ত করে’ তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় ইউনিয়ন জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বলে সূত্রে জানাগেছে। বালিগোনা গ্রামের প্রত্যক্ষদর্শী কয়েক যুবক ও দুই সাবেক মেম্বার জানায়, এক সন্তানের জনক নবনির্বাচিত ২নং বেরমহল ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুলের সাথে দীর্ঘ দিন ধরে দুই সন্তানের জননীর সাথে অনৈতিক সম্পর্ক চলে আসছে। স্বামী ঢাকার কর্মস্থলে থাকায় দুই সন্তানকে নিয়ে গ্রামে বসবাসের সুযোগে গত বুধবার রাত দেড়টায় ইউপি সদস্য এনামুল তার ঘরে প্রবেশ করলে স্থানীয়রা টের পায়। গ্রাম বাসীদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ইউপি সদস্য এনামুল। পালাতে গেলে টিনের সাথে কপালে আঘাত লেগে কাটা জখম হয় তার। সেই অবস্থায় স্থানীয়রা তাকে ঝাপটে ধড়ে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখলেও চেয়ারম্যান তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এব্যাপারে ২নং বেরমহল ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক জহিরুল হাওলাদার জানায়, তার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান মাসুম সেরওয়ানী বলেন,‘ গভীর রাতে সৃস্ট ঘটনার কথা শুনে আমি কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরবর্তীতে যাচাই বাচাইয়ের মাধ্যমে আইনী ব্যবস্থা নেয়ার কথা বলে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তী রক্ষার্থে ইউপি সদস্যকে নিয়ে আসি।”
