১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে সোলায়মান হোসেন সোহাগ মোল্লা (২৭)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তেঁতুলবাড়িায়া গ্রামের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সোহাগের বাবা মো. মোস্তফা মোল্লার অভিযোগ,পরিবারের কারও সঙ্গে তার মনমালিন্য হয়নি। কারো প্রতি কোনো অভিমানও ছিলনা তার। বৃহস্পতিবার রাতে কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

নলছিটি থানার ওসি (তদন্ত ) আ. হালিম তালুকদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ