১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ডাক্তার সেজে চিকিৎসা দিলেন ব্রাদার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি শহরে টিনপট্টি এলাকার বাসিন্দা শাহানাজ আক্তার পরীকে (২৬) চিকিৎসক পরিচয় দিয়ে কর্তব্যরত সদর হাসপাতালের ব্রাদার সবুজকান্তি সাগর চিকিৎসা প্রদান করে ৫০০ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে শনিবার সিভিল সার্জনের কাছে শাহানাজ আক্তার পরী লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগে দাবি করা হয়েছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টায় শাহানাজ আক্তার পরীর কানে অস্বাভাবিক কিছু অনুভুত হলে তিনি জরুরি চিকিৎসা নিতে সদর হাসপাতালে জরুরি বিভাগে আসেন। এ সময় ব্রাদার সবুজকান্তি সাগর তার কানে প্রবেশ করিয়ে পরিস্কার করে দিয়ে দাবিকৃত ৫০০টাকা নেন। কিন্তু তার যন্ত্রণার উপশোম হয়নি। বাসায় এসে যন্ত্রণায় কাতর অবস্থায় ঘুমাতে না পেরে ১ কান চেপে ধরে রাখে এবং রাত সাড়ে ৩টায় তার কান থেকে হাফ ইঞ্চি আয়োতনের একটি স্বাভাবিকভাবে যেভাবে প্রবেশ করে অনুরূপভাবে পোকা বেরিয়ে আসে এবং শাহানাজ আক্তার যন্ত্রণামুক্ত হয়। শাহানাজ আক্তার পোকাটি আলামত হিসেবে সংরক্ষণ করে শনিবার ঝালকাঠি প্রেসক্লাবে আসেন এবং অভিযোগের অনুলিপি প্রদান করেন।

সর্বশেষ