১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী না বলার আহবান জাতীয় নাগরিক কমিটির পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত পটুয়াখালীতে আনসার ভিডিপি জেলা সমাবেশ অনুষ্ঠিত এটিএম আজহারুল’র মুক্তির দাবীতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে স্মরণকালের বড় বিক্ষোভ মিছিল করলো জামায়াত বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহারিয়া রাঙাবালিতে অপারেশন ডেভিল হান্ট  কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক ডেভিল হান্ট অপারেশন: বাউফলে কৃষকলীগ নেতা গ্রেপ্তার বাউফলে জামায়াতের আমীরের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় সাধারন ডায়েরী বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ ঠেকাতে ৫ হাজার আইভি স্যালাইন বরাদ্দ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরিভাবে পাঁচ হাজার আইভি স্যালাইন বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে স্যালাইন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

তিনি বলেন, স্যালাইনগুলো পাওয়ার সাথে সাথে জেলা সদর হাসপাতালে দুই হাজার, বাকি তিন উপজেলায় এক হাজার করে স্যালাইন পৌঁছানো হয়েছে।

এরআগে শিল্পমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু নিজ তহবিল থেকে দুই হাজার, এমখান গ্রুপের চেয়ারম্যান মাহফুজ খান এক হাজার ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এক হাজার স্যালাইন প্রদান করেন। যেগুলো ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার মধ্যে তীব্র গরমে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে জেলায় আড়াই হাজারেরও বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। হাসপাতালের নির্দিষ্ট বিছানায় স্থান না পেয়ে গাদাগাদি করে ফ্লোরে বিছানা পেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্তদের।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ঝালকাঠিতে ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত আইভি স্যালাইন প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঁচহাজার স্যালাইন পেয়েছি। সেগুলো হাসপাতালগুলো পাঠানো হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন দানশীল ব্যক্তি আইভি স্যালাইন প্রদান করেছেন যা ক্রান্তিলগ্নে আমাদের অনেক কাজে এসেছে।

শিল্পমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, ডায়রিয়া পরিস্থিতিতে স্যালাইন সংকটের কথা জেনে তাৎক্ষণিক নিজে দুই হাজার স্যালাইন সরবরাহ করি। হাসপাতালে স্যালাইন বরাদ্দে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলি।

সর্বশেষ