ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির মানপাশা এলকার বেতলোচ সড়কের কালভার্টের উপর ইয়াবা বিক্রি মামলার আসামী মোঃ কামরুল ও মোঃ ইয়াসিনকে ১ বছর ২ মাস সশ্রম এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
মোট ১০ জন স্বাক্ষীর স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানান্তে যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ রায় দেন। ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে অপরাদীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় এ সাজা দেয়া হয়। ২০১৮ সনে তাদের কাছে উল্লেখিত স্থান থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল ২৪ আগষ্ট এ মামলায় রায় প্রদান করা হয়েছে।
অপরদিকে একই আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের পৃথক আরেকটি মামলায় ঝালকাঠির বান্দাঘাটা এলাকার সেশন ১৫৫/১৬ নম্বর মামলার আসামী জাহাঙ্গীর হোসেনকে ২ বছর স্বশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২২ আগষ্ট ২০২১ইং রবিবার আদালতের বিচারক মো: সাইফুল আলম এ রায় প্রদান করেন। ২০১৬ সনে আসামী জাহাঙ্গীর শহরের কুমারপট্টি এলাকা থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়।