২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে জখম করার অভিযোগে গ্রেপ্তার ১

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির ডিসি পার্কে সোলেমান হোসেন শুভ ( ২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগে কাজী আহম্মদ উল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে সদর থানার এসআই আরেফীন ও এএসআই শিপন তাকে গ্রেফতার করে।

গ্রেফতার- কাজী আহম্মদ উল্লাহ শহরের কাঠপট্টি এলাকার কাজী মাসুম বিল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ডিসি পার্কে ঘুরতে এসেছিলো শুভ। এ সময় তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সদর থানা পুলিশের এসআই আরেফীন বলেন, প্রেম ঘটিত কারণে শুভকে কুপিয়ে আহত করা হয়েছে। আমরা অভিযোগ পেয়ে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ