১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের শেষ প্রান্ত সংলগ্ন বরিশাল-বানারীপাড়া মহাসড়কে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত ও আহত ২ জন।

শনিবার (১৬ জানুয়ারি ) বিকেলে মহাসড়কের গুয়াচিত্রা বাজারের সামনে ক্লাবঘরের লিংক রোডে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বেড়মহল গ্রামের মোঃ বজলু হাওলাদারের ছেলে মোঃ সুমন হাওলাদার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় বরিশাল-বানারীপাড়া মহাসড়কের ক্লাবঘর লিংক রোড থেকে মহাসড়কে বের হলে একটি দ্রুত গতির ট্রলি ধাক্কা দেয়।
ঘটনাস্থলে মোঃ সমন হাওলাদার (৩৫) মারা যায়। পরে নিহত সুমনের দুই ছেলে ও স্ত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুমনের ছোট ছেলে হাসিব (৫) মারা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সুমনের বড় ছেলে নিসাদ (১১) কে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া ঘাতক ট্রলির চালক পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ