৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ৫শ পিচ ইয়াবাসহ নারী আটক

সাইদুল ইসলাম, রাজাপুর: ঝালকাঠিতে ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে ৫শ পিচ ইয়াবাসহ মাদক স¤্রাট রাজার স্ত্রী বিলকিস বেগম (২৬) কে আটক করেছে। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়কের বসতঘর হতে ইয়াবার এ চালান সহ তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হোসেন ও মোঃ মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কলাম আজাদ ও নারী কনেষ্টবল নুসরাত সহ ডিবি পুলিশের একটি দল ১ নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়কের বাসিন্দা চিহ্নিত মাদক স¤্রাট ও বহু মামলার আসামী আরমান হক রাজার বাসভবনে অভিযান চালায়।
ঘরে মাদক স¤্রাট আরমান হক রাজাকে না পেলেও তার মাদক ব্যবসার বিশ্বস্ত সহযোগী তার স্ত্রী বিলকিস বেগম (২৬) কে ৫শ পিস নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত বিলকিস বেগম ও তার স্বামী রাজার সাথে একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে। ডিবি ওসি ইকবাল বাহার খান এ উদ্ধার অভিযানে সার্বিক তত্তাবধানে ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ