১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝালকাঠির নলছিটিতে যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের আমতলী গ্রামে আসাদুজ্জামান খান পলাশ নামের এক যুবলীগ কর্মীকে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার ৩ জানুয়ারি রাত আটটার দিকে মোল্লারহাট ইউনিয়নের নাপিত বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত পলাশকে মুমূর্ষ অবস্থায় পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক পলাশের অবস্থার অবনতি দেখলে রাতেই ঢাকায় প্রেরণ করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পলাশের শরীরে বিশেষ করে হাতের কব্জি ও পায়ের রগ কেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত কাঁটা যখম রয়েছে।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আহত পলাশ খান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ।

এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ