২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া বাজারে অভিযান চালিয়ে পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুজ্জামান (৪৫) কে আধাকেজি গাজাসহ গ্রেপ্তার করেছে।

গত ১১ অক্টোবর সোমবার রাতে ঝালকাঠি থানার এসআই সিদ্দিকুর রহমান ও এসআই আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে রাতে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং-৬/২১ তাং-১২/১০/২০২১ইং) দায়ের করা হয়েছে।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সুগন্দিয়া বাজারে অভিযান চালায়। এসময় বরিশালের কোতয়ালী থানায় বাবনিকাঠি গ্রামের মৃত. সত্তার শরীফের পুত্র ও মাদক ব্যবসায়ী নুরুজ্জামান শরীফ আধাকেজি গাজার চালান নিয়ে বিনয়কাঠি সুগন্ধীয়া বাজারে আসলে পুলিশ তল্লাশী চালিয়ে তাকে আধা কেজি গাজাসহ আটক করে। আজ মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ