ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠিতে নাশকতার মামলায় জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এনামুল হাসান ওরফে এনাম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে সকাল ১০টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে শিবির নেতাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার যেকোনো অপচেষ্টা রুখে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।