নিজস্বপ্রতিবেদক ঝালকাঠীর রাজাপুরের সাটুরিয়া গ্রামে প্রতিপক্ষর হামলায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন সাইদুর রহমান(৪৫)মাজেদা বেগম (৫০) ও ঈমন (২০)। গতকাল সকাল ১০ টায় রাজাপুরের সাটুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে।পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে রাজাপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালে ভর্তি করে।পরে সেখানে তাদের শাররিখ অবস্থার অবনতি দেখলে শেবাচিমে প্রেরন করে। হাসপাতালে আহত সূত্রে জানাগেছে সাটুরিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর সম্পতি নিয়ে তার ৩ সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছে। মৃত আইয়ুব আলীর বড় ছেলে মো: মজিদ তার বাবার সব সম্পতি ভোগদখল করে আসছে।অন্য ভাইরা ওই সম্পতি দাবি করলে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে বড় ভাই জাকির ও তার দুই সহযায়ী সামসুল, ও মানিক। গতকাল সকালে জাকিরের ছোট ভাই সাইদুর রহমান তার বাবার ঘড়ের ভিটার পাশে ঘড় নিমার্ন করতে গেলে বাধা দেয় জাকির সমসুল ও মানিক সহ তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী। এ সময় জাকির, সামসুল মাওলানা ওরফে নান্টু,মানিক,মালেক,আহাদুল,রানা,সলেমান,রায়হান,মালেক, নিয়াজ সহ ভাড়াটে ১০/ ১৫ জন ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতারি কোপ ও মরধর শুরু করে।এতে সাইদুর রহমান, মাজেদা বেগম ও নাঈম গুরত্বর যখম হয়।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়।এ বিষয়ে সার্জারি ওর্য়াডের কর্তব্যরত চিকিৎসকের সাথে আলাপ কালে তিনি রোগীর শাররিখ অবস্থা আসংক্ষাজনক বলে জানান। এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে বলে জানান আহতর স্বজনরা।
